নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দুই বিষয়ের তিনটি পত্রের পরীক্ষার সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। বিষয়গুলো হলো; দাখিলের বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং আলিমের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র।
মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসব বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এছাড়া সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি অধিকতর পুনর্বিন্যাস করেছে।
দাখিলের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
আলিমের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন














Discussion about this post