মো. সাইদুল ইসলাম চৌধুরী
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আজ মঙ্গলবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে, বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও এভারকেয়ার হাসপাতালের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট বিনোদ সিং। এসময় উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উপ—রেজিস্ট্রার মুহাম্মদ হেলাল নুর, উপ—পরিচালক(জনসংযোগ) মো. সাইদুল ইসলাম চৌধুরী, এভারকেয়ার হাসপাতালের ক্লাসটার হেড (বিজনেস ডেভেলপমেন্ট) রাম প্রসাদ সুশীল ও এসিস্ট্যান্ট ম্যানেজার(কর্পোরেট রিলেশনস) মো. সাইফুল ইসলাম।
Discussion about this post