মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের উদ্যোগে “ উচ্চশিক্ষা স্তরের শিক্ষকদের দৃষ্টি কোণ থেকে বিষয়বস্তু ও ভাষা সমন্বিত শিক্ষায় ইংরেজিতে ভাষাগত পরিচয় এবং বিষয়বস্তু দক্ষতার ভারসাম্য রক্ষণ” বিষয়ক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রভাষক সোমাইয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। আরও উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন ও বিভাগের শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন-ইউসিটিসিতে “বার্ড বিয়ণ্ড টাইমঃ শেক্সপিয়ার ফেস্ট ২০২৫” উদযাপিত
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, “শিক্ষার মানোন্নয়নে, পড়াশুনার পাশাপাশি গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে অধিকতর গুরুত্ব দিতে হবে”। নিয়মিত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহ—শিক্ষা কার্যক্রমের জন্য ইংরেজি বিভাগকে তিনি ধন্যবাদ জানান।
Discussion about this post