মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল বিভাগের উদ্যোগে “ বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ” বিষয়ক সেমিনার সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা ছিলেন ড. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। তিনি ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আব্দুল্লাহ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে ড. আরিফ হোসেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি এবং সরকারের বৃত্তি প্রাপ্তির সুযোগ নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে “ভাষাগত দক্ষতার ভারসাম্য” বিষয়ক সেমিনার
তিনি বলেন, “শিক্ষার গুণগত মান, মেধাবৃত্তির সুযোগ, মনোরম আবহাওয়া ও বন্ধুসুলভ পরিবেশ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াকে একটি আদর্শ উচ্চশিক্ষার গন্তব্যে পরিণত করেছে।”
পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।
Discussion about this post