মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে “মুটার্স মিট অ্যান্ড গ্রিট উইথ নূরান চৌধুরী” শীর্ষক এক বিশেষ মুটিং সেশন গতকাল বৃহস্পতিবার (৮মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। এতে মূল আলোচক ছিলেন আইএলএসএ চ্যাপ্টার্স বাংলাদেশ—এর জাতীয় সমন্বয়ক নূরান চৌধুরী। এছাড়াও তিনি স্টেটসন আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক মুট কোর্ট প্রতিযোগিতা বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী ও সেন্টার ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ, আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ, মুট কোর্ট সোসাইটির মডারেটর মোহাম্মদ জাহেদুল ইসলাম এবং আইন বিভাগের শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার
সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। তিনি বলেন, “ভবিষ্যতের আইনজীবীদের কেবল পাঠ্যপুস্তকজ্ঞান নয়, বাস্তব আদালত চর্চা ও যুক্তিতর্ক উপস্থাপনার দক্ষতাও প্রয়োজন।”
Discussion about this post