সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল বিভাগের উদ্যোগে “সেল্ফ—কমপ্যাক্টিং কংক্রিট: কংক্রিট শিল্পের একটি আধুনিক প্রযুক্তি” বিষয়ক সেমিনার সম্প্রতি বায়েজিদ, আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার ফাহমিদা খানম অভি। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।
সেমিনারে ইঞ্জিনিয়ার ফাহমিদা খানম অভি এসসিসি( SCC ) এর ১৯৮০—এর দশকে জাপানে উদ্ভব এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশে এর ব্যাপক ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। অত্যন্ত তরল এবং স্বয়ংক্রিয়ভাবে নিজেকে কমপ্যাক্ট করতে সক্ষম এসসিসি, কংক্রিট বসানোর সময় যান্ত্রিক কম্পনের প্রয়োজনীয়তা দূর করে, যার ফলে এটি ঘন রডযুক্ত কাঠামো, পানির নিচে নির্মাণ এবং জটিল স্থাপত্য নকশা—র জন্য আদর্শ হয়ে উঠেছে। এসসিসি—এর কাজের ক্ষমতা, টেকসইতা, শ্রম ও খরচ হ্রাস, পরিবেশগত সুবিধা এবং গুণগত মান নিয়ন্ত্রণের পরীক্ষাগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়। জাপানের আকাশি—কাইকিয়ো ব্রিজ এবং সুইডেনের আরলান্ডা এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এসসিসি —এর ব্যবহারের মাধ্যমে এটি নির্মাণ দক্ষতা ও কংক্রিটের গুণগত মান বৃদ্ধিতে কীভাবে সহায়ক হয়েছে, তা তুলে ধরা হয়।
আরো পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বিশেষ মুটিং সেশন
সেমিনারে অংশগ্রহণকারীরা সেল্ফ—কমপ্যাক্টিং কংক্রিট এর উপাদান নির্বাচন, মিশ্রণ অনুপাত নির্ধারণ এবং উৎপাদন সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন, যা আধুনিক নির্মাণে এসসিসি —এর সফল প্রয়োগ নিশ্চিত করতে সহায়তা করবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্ত ঘোষণা করেন বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আবুল হাসান ।
Discussion about this post