শিক্ষার আলো ডেস্ক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হাল্ট প্রাইজের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাল্ট প্রাইজ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাস ডিরেক্টর সায়েম মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের উপদেষ্টা ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডেল্টা ইমিগ্রেশান এর ম্যানেজার সৈয়দ মোহাম্মদ, রবি আজিয়াটা এর শামীম আব্দুল্লাহ, এসপিয়ার লিমিটেড ও কানেক্ট এর অপারেশান কনসালটেন্ট মোহাম্মদ নাজমুছ সাকিব, ডেকোজিন এর ফাউন্ডার মেম্বার মোহাম্মদ ইসতিয়াক মইনুদ্দিন।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে সেল্ফ-কমপ্যাক্টিং কংক্রিট বিষয়ক সেমিনার
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়ত পৃথিবীতে বিভিন্ন আইডিয়া সহভাগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধিত হচ্ছে।
প্রতিযোগিতায় টিম ব্রিজ ইনোভের্টস (সানজিদা আলম, সৈয়দ মো. আবু সালেহ, মো. মেরাজ, নাঈমা সুলতানা) চ্যাম্পিয়ন, টিম ফোর ডাইর্ষ্টাস (মো. বদরুল আলম আবিদ, যিশু পাল, আতিফ আনাফ, মো. আরিফুল ইসলাম) প্রথম রানার আপ ও টিম রোষ্টাসিন (তৌহিদুল আলম সায়িম, তিব্র পাল) দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন লাব্বি আহসান, জান্নাতুল ফেরদৌস মোহনা ও তাসপিয়া ইসলাম।
Discussion about this post