আরও পড়ুন-মেধাশক্তি ও নতুন উদ্ভাবনী আইডিয়া বদলে দিতে পারে পৃথিবীকে: প্রফেসর আওরঙ্গজেব
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ও তাসনিম ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিজনেস কমিউনিকেশন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের পেশাদার যোগাযোগ দক্ষতা বিকাশে “কমিউনিকেশন ডে ২০২৫” উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৭৬তম ব্যাচের ৬০ জন শিক্ষার্থী ৮টি দলে বিভক্ত হয়ে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানান বিষয়ের উপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রশংসনীয় উপস্থাপনার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সালেহ জহুর ও অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক।
এই আয়োজন আত্মবিশ্বাস, দলীয় সমন্বয় ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করেছে বলেন জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
Discussion about this post