শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৫ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৫ (৭) অনুযায়ী সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা
নিয়োগের শর্তে বলা হয়েছে, ‘প্রশাসক হিসেবে তাঁকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও উন্নত করার লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবেন এবং কমিশনের সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা বাস্তবায়ন করবেন; তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ মার্চ অধ্যাপক মো. মোজাম্মেল হককে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালের ১ এপ্রিল তার মেয়াদকাল শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হয়। এরপর থেকে উপাচার্যের পদটি শূন্য ছিল এবং বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ উপাচার্যের রুটিন (চলতি) দায়িত্ব পালন করছিলেন।
Discussion about this post