ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারিয়ান ডা. জয়নাল আবেদিন মুহুরি। আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান কে এম শহীদুল্লাহ চৌধুরী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থ্যালাসেমিয়া রোগের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব। ধীরে ধীরে সেই কর্মসূচি সামাজিক পযার্য়েও ছড়িয়ে দিতে হবে। এসময় তিনি কিভাবে তরুণ প্রজন্ম জাতির ভবিষ্যৎ হিসেবে মানবিক দায়িত্বে এগিয়ে আসতে পারে সে বিষয়ে আলোকপাত করেন এবং থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতার উপর জোর দেন।
মূল প্রবন্ধে ডা. জয়নাল আবেদিন মুহুরি থ্যালাসেমিয়া নিয়ে তাঁর জীবনলব্ধ অভিজ্ঞতা, গবেষণা ও সংগ্রাম সম্পর্কে সকলকে অবহিত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় এই জটিল রোগকে সহজবোধ্য করে তুলেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে এক নতুন চেতনার জন্ম দিয়েছে—“জানি, বুঝি, পরিবর্তন আনি।”
রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস. এম. মুহিবুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই মহতী আয়োজনকে সফল করার জন্য।
Discussion about this post