মো. সাইদুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) এর উদ্যোগে আয়োজিত “ল অলিম্পিয়াড সিজন ৫.০”—এ অংশগ্রহণ করে ‘বেস্ট রিসার্চ পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ—এর আইন বিভাগের কৃতি শিক্ষার্থীরা।
দেশের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের ৪০টিরও বেশি দলের অংশগ্রহণে সম্প্রতি আয়োজিত এ প্রতিযোগিতায় সেরা গবেষণা প্রবন্ধের জন্য পুরস্কার অর্জন করেন সাউদার্নের মুহিদুল ইসলাম জুলকান ও মোহাম্মদ মনজুরুল ইসলামের টিম।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় টিম হিসেবে অংশগ্রহণ করেন আজমাইন চৌধুরী ও হৈমন্তী বড়ুয়া, যারা পুরো প্রতিযোগিতা জুড়ে দৃঢ় আত্মবিশ্বাস ও আইনি দক্ষতার পরিচয় দিয়েছেন। আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আইন বিভাগের আরও ২৬ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অবজারভার হিসেবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সাউদার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির সক্রিয় কার্যক্রম এবং শিক্ষকদের অনুপ্রেরণাই এই অর্জনের পথ প্রশস্ত করেছে। এই সম্মাননা কেবল পুরস্কার নয় বরং গবেষণাভিত্তিক আইনচর্চার প্রতি এক নিষ্ঠাবান অঙ্গীকার এবং ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা।
শিক্ষার্থীদের এমন সাফল্যে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ও সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান।
Discussion about this post