মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার—২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের নিয়ম—কানুন, একাডেমিক কাঠামো, এবং আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এই সেশনটি পরিচালনা করেন প্রভাষক আবির মাহমুদ। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ফারহানা হোসেন, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা এবং লক্ষ্যনিষ্ঠ থাকার পরামর্শ দেন। তিনি তাদেরকে ভবিষ্যতের একজন সফল প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার পথে আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করেন।
সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান ফারহানা হোসেন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তাধারাকে প্রকৌশল শিক্ষার মূল স্তম্ভ হিসেবে তুলে ধরেন।
Discussion about this post