শিল্প সফরের অংশ হিসেবে সম্প্রতি মীর পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মীর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে নানা আয়োজনে স্মৃতিতে জুলাই বিপ্লব ২০২৪
মীর গ্রুপের পরিচালক ইবনাত সিফাত শিক্ষার্থীদের কৌতূহলের প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। মূল্যবান সময় ও আন্তরিক সহযোগিতার জন্য মীর পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মীর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
Discussion about this post