শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারী ৩২ হাজার ৩০৭ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এছাড়া পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী।
তিনি বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।
এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসাথে নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ৬৫ জন।
Discussion about this post