গতকাল বৃহস্পতিবার (১৪ আগষ্ট) হোটেলের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. সিরাজুল ইসলাম এবং রেডিসন ব্লু এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব:) ও সহকারী পরিচালক (এইচআর) মেজর (অব:) লোকমান হাকিম । এসময় সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক সহ রেডিসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটিতে ‘পরিবেশ সুরক্ষায় ইসলাম’ বিষয়ক উন্মুক্ত সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠিত
ইন্টার্নশিপে পাঁচতারা হোটেলে প্রতিদিনের কাজকর্ম পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এ প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সাউদার্ন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ করার পর ইন্টার্ন শিক্ষার্থীদের সনদ প্রদান করবে হোটেল কর্তৃপক্ষ । এছাড়াও রেডিসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ অতিথি শিক্ষক হিসেবে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে অংশ নিয়ে কর্মক্ষেত্রের নিজেদের অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন। প্রশিক্ষণ, কর্মশালাসহ সম্ভাব্য পর্যটন শিল্পের গবেষণা ও উন্নয়ন কাজে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ একসাথে কাজ করবে।
Discussion about this post