শিক্ষার আলো ডেস্ক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সট জেনারেশন অফ রোবোটিক্স’ শীর্ষক বিশেষ সেমিনার।
স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অন্তর্গত সিআইইউ রোবোটিক্স ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে রোবোটিক্স প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়।
তাঁরা রোবোটিক্সের আন্তঃবিভাগীয় প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন এবং হাতে-কলমে শিক্ষা, সমস্যা সমাধানের দক্ষতা ও টিমওয়ার্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন-যা বর্তমান ও ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনভিত্তিক কাজের জগতে সফল হতে অপরিহার্য। এসময় ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে রোবোটিক্সের প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন।
আরও পড়ুন-সাউদার্ন ইউনিভার্সিটি ও রেডিসন ব্লু’র মধ্যে এমওইউ স্বাক্ষরিত
এই অনুষ্ঠানটি ২০২৫-২০২৬ সালের জন্য গঠিত সিআইইউ রোবোটিক্স ক্লাব কমিটির আনুষ্ঠানিক পরিচিতির পাশাপাশি বিদায়ী নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বিদায় জানানো হয়। সেইসাথে বিদায়ী কমিটির নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ফ্যাকাল্টি সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত, সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম, সহকারি অধ্যাপক আতিকুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক সামিয়া মুনতাহা, প্রভাষক আয়মান ইক্তিদার, ক্লাবের সদস্যবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীদের ধারাবাহিক সহযোগিতা ও অসামান্য অবদানের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।
ক্লাবের নতুন কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার হিসেবে মনোনীত হন ফাহমিদা তাহসিন, আবু মোসাইদ ইবনে মুসা আলিফ, মালিহা নুর বুসরা।
Discussion about this post