শিক্ষার আলো ডেস্ক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড– বাংলাদেশ ২০২৫’ এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী চট্টগ্রাম জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১৮টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগীতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সভাপতি মুনির হাসান।
এতে আরো উপস্থিত ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাজ্জাতুল ইসলাম।
প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত, সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক সামিয়া মুনতাহা, প্রভাষক আয়মান ইক্তিদার এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না প্রমুখ।
রোবোটিক্সের চারটি বিভাগ যথাক্রমে—রোবো মিশন, ফিউচার ইনোভেটরস, ফিউচার ইঞ্জিনিয়ার্স এবং রোবো স্পোর্টস এ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকেই জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা তরুণ উদ্ভাবকদের জন্য ছিল বড় ধরনের অনুপ্রেরণা।
আরও পড়ুন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘আয়রন রিমুভাল প্লান্ট’ উদ্বোধন
প্রতিযোগীতায় ফিউচার ইনোভেটরস (সিনিয়র বিভাগ) এ মাভেরিক নেক্সাস ও নেরিটিক নেক্সাস, ফিউচার ইনোভেটরস (জুনিয়র বিভাগ) এ দ্য ইনোভেটরস ও জিইডিএ ২০২৫, এবং রোবো মিশন (জুনিয়র বিভাগ) এ রোবো সলভার বিজয়ী হয়।
সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বলেন, এই প্রতিযোগিতা শুধু একটি আয়োজন নয়, বরং আমাদের তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের পথে আগ্রহী করে তোলার এক অনন্য উদ্যোগ।
Discussion about this post