সাইফুল্লাহ চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ডিবেট প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয় গত বুধবার (২২ অক্টোবর) । প্রতিযোগিতায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তৃতা দক্ষতার অসাধারণ প্রদর্শন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ড. শরীফ আশরাফুজ্জামান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জি. মো: মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জি. সায়মা আকতার। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে আর সি ই ২৯ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আর সি ই ৩৪ ব্যাচ রানার-আপ হয়। বিজয়ী ও রানার-আপ দলকে ভাইস-চ্যান্সেলর এবং রেজিস্ট্রার এর পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আর সি ই ৩০ ব্যাচ এর শিক্ষার্থীা তাদের তৈরি ’পুরধ্বনি’ শীর্ষক ওয়্যাল ম্যাগজিন প্রদর্শনী উপস্থাপন করে। অতিথিবৃন্দ প্রদর্শনী টি পরিদর্শন করে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান ও বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের এমন জ্ঞানমূলক ও সৃজনশীল কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহবান জানান।
















Discussion about this post