শিক্ষার আলো ডেস্ক
দুমাস ধরে ফ্রিজে রাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।
গত আগস্ট মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী। তার মাথার খুলির অংশ প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন।
আরও পড়ুন:সাউদার্ন ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গণমাধ্যমকে তিনি বলেন, অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলি সাময়িকভাবে খুলে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে রাখার পর আমরা সফলভাবে খুলির অংশ প্রতিস্থাপন করেছি। দুএক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি আরো জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হচ্ছেন। তিনি এখন ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুমাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।
















Discussion about this post