ক্যারিয়ার ডেস্ক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজস্ব খাতে ৪টি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭
বেতনস্কেল: ১১০০০–২৬৫৯০ টাকা
২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
১. সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. আবেদনকারীর বয়স ০১/০৫/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ১ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে বাংলাদেশ সচিবালয় (নন-ক্যাডার গেজেটেড অফিসার এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) অনুসারে নিযুক্ত বা নিয়োজিত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
৩. চাকরির আবেদনপত্রে সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
আরও পড়ুন-চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
৪. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন—এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৫. সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি আছে। এগুলো হলো—
ক. অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু ২০ মে ২০২৫ তারিখ সকাল ১০টা।
খ. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় ১৯ জুন ২০২৫ বিকেল ৫টা।
গ. এ সময়ের মধ্যে ইউজার আইডি (User ID) প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দেবেন।
ঘ. অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঙ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।
আবেদনের বয়স-
প্রার্থীর বয়স ০১-০৫-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম-
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Discussion about this post