ক্যারিয়ার ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে নিয়োগে আবেদন চলছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০টি বিভাগের জন্য ৩৬ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রভাষক পদের জন্য নন-টেকনিক্যাল পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নির্ধারিত ফলাফল থাকতে হবে। টেকনিক্যাল বিষয়ে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পরীক্ষার তারিখ ও সময় পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরো পড়ুন-নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কৃষিতত্ত্ব বিভাগে ১ জন, উদ্যানতত্ব বিভাগে ১ জন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে ২ জন, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ১ জন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে ১ জন, কৃষি রসায়ন বিভাগে ১ জন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগে ২ জন, ডেইলি অ্যান্ড পোল্ট্রি সায়েন্সে ১ জন, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগে ১ জন, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগে ১ জন, জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগে ১ জন, ফিশারিজ টেকনোলজি বিভাগে ১ জন, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগে ১ জন, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, আর্কিটেকচার বিভাগে ২ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২ জন, অ্যাকাউন্টিং বিভাগে ১ জন, ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন, রসায়ন বিভাগে ১ জন, গণিত বিভাগে ১ জন, পরিসংখ্যান বিভাগে ১ জন, ইংরেজি বিভাগে ১ জন, অর্থনীতি বিভাগে ২ জন, সমাজবিজ্ঞান বিভাগে ১ জন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আবেদনপত্র রেজিস্ট্রারের অফিস বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ জুন ২০২৫ তারিখ বিকেল চারটার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতিসহ বিস্তারতি জানতে এখানে ক্লিক করুন
Discussion about this post