ক্যারিয়ার ডেস্ক
রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস পরবর্তী সময়ে ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার নম্বর বণ্টন হবে, বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়-৪০ নম্বর (পদার্থবিদ্যা-১৩, রসায়ন-১৩ ও গণিত-১৪) সর্বমোট ১০০ নম্বর।
প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য পরীক্ষার্থী এক নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার পূর্ণ সময় এক ঘণ্টা।
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপসহকারী প্রকৌশলী পদের বিজ্ঞাপিত ১১ ক্যাটাগরির পদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। নিয়োগ বিধি অনুযায়ী ১১ ক্যাটাগরির পদে মোট ১২টি ট্রেড/বিষয় রয়েছে। লিখিত পরীক্ষায় ১২টি ট্রেড/বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রার্থীরা তাদের নিজ নিজ ট্রেড/বিষয়ের প্রশ্নে পরীক্ষা দেবেন।
Discussion about this post