ক্যারিয়ার ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালগুলোতে ‘সিনিয়র স্টাফ নার্স’ (গ্রেড-১০) পদের লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পদে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫৮৭ জন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩.০৭.২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান, ক্ষুদ্র নৃ–গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোটার সনদ/প্রত্যয়ন আগামী ২০.০৭.২০২৫ থেকে ২৪.০৭.২০২৫ তারিখের মধ্যে পরিচালক (ইউনিট-০৬), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় জমা দিতে হবে।
আরও পড়ুন-বাকৃবিতে ২৫ পদে চাকরির সুযোগ!
প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে পিএসসি তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। লিখিত পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষাসংক্রান্ত অন্য তথ্যাবলি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
Discussion about this post