ক্যারিয়ার ডেস্ক
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফার্মাসিস্ট পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২২ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৯ জন প্রার্থী অংশ নেবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাই চট্টগ্রামে অবস্থিত বন্দর ভবনের বোর্ডরুমে বেলা ১১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন-কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৭২৯ পদের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
প্রার্থীদের অনুকূলে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না। ইতিপূর্বে সংগৃহীত লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীদের যথাসময়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
Discussion about this post