ক্যারিয়ার ডেস্ক
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যে বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। বিসিএস (স্বাস্থ্য) সহকারি সার্জন উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারি ডেন্টাল সার্জনে ৫১১ জন।
আরও পড়ুন-পুলিশের স্পেশাল ব্রাঞ্চ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
রবিবার (২০ জুলাই) রাত ১১টার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post