ক্যারিয়ার ডেস্ক
উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ নিয়োগ পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একটি সূত্র।
ইতোমধ্যে এ নিয়োগের পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে প্রায় লক্ষাধিক প্রার্থী আবেদন করেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, শুরুতে এটিইও পদে আবেদনের শেষ সময় ছিল গত বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা।
২০২৩ সালের ২৬ জুন ১৫৯ এটিইও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আগের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত যে জটিলতা ছিল, সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন বলে বলা হয়। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষককে বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতার যে বাধ্যবাধকতা ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে।
Discussion about this post