ক্যারিয়ার ডেস্ক
৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড) ১ হাজার ৫৯৭টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি ২০২৩ সালের ২১ ডিসেম্বরে ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড) ১ হাজার ৫৯৭টি শূন্য পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ৪ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১২ হাজার ৯৯৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৫ আগস্ট (১৫/৮/২০২৫) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে।
প্রার্থীদের জন্য নির্দেশনা নিচে দেয়া হলো —
*লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
*৪/৭/২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখুন এখানে
Discussion about this post