ক্যারিয়ার ডেস্ক
৪৪তম বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১৬৯০ জন ও নন ক্যাডার পদে অপেক্ষমান ৮,২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাদেরকে গুগল ফরম পূরণের জন্য নির্দেশনা দিয়েছে পিএসসি।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন-৪৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অনলাইনে ফরম পূরণের নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বি.সি.এস. এ ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১,৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮,২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাদের মধ্যে যারা এখনো গুগল ফরম পূরণ করেননি, তাদেরকে আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
যারা ইতোমধ্যে গুগল ফরম পূরণ করেছেন তারা সংরক্ষিত তথ্যসমূহ দেখতে এখানে ক্লিক করুন।
Discussion about this post