ক্যারিয়ার ডেস্ক
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরে জনবল নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তির মাধ্যমে পদে সরাসরি নিয়োগ দেবে গণগ্রন্থাগার অধিদপ্তর। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর। আবেদন শুরু হয়েছে ৪ আগস্ট।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
পদের নাম: বুকসর্টার
পদসংখ্যা: ৩৩
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনে বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স ১/৭/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য) আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা
আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে
Discussion about this post