ক্যারিয়ার ডেস্ক
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ পদের লিখিত পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। দশম গ্রেডের (Job ID-10202) ১ হাজার ৫৯৭টি শূন্যপদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে এ পরীক্ষা নিচ্ছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস)।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিএসসিএস) ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ২০২৩ সালের ২১ ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৮টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘অফিসার (সাধারণ)’ (১০ম গ্রেড; Job ID-10202) এর ১ হাজার ৫৯৭টি শূন্যপদে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন-দুদকে বড় নিয়োগ,আবেদন শুরু ১৩ আগস্ট থেকে
সে লক্ষ্যে গত ৪ জুলাই অনুষ্ঠিত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ১২হাজার ৯৯৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত ঢাকা জেলায় অবস্থিত সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার কেন্দ্রের তালিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
Discussion about this post