ক্যারিয়ার ডেস্ক
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট বা সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের সময় বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আব্দুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড বা সংশোধনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ে তা ডাউনলোড করতে পারেননি, তাদের জন্য নতুন করে সুযোগ দেয়া হবে।
আরও পড়ুন-‘এটিইও’ নিয়োগ পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সময় বাড়ানোর বিষয়টি শিগগিরই পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Discussion about this post