ক্যারিয়ার ডেস্ক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি এ কোম্পানিটি ১২ থেকে ১৯তম গ্রেডে ১৩ পদে ৩৭ কর্মী নিয়োগে ৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল);
১. পদের নাম: ফোরম্যান;
মূল বেতন: ২৮,০০০ টাকা (গ্রেড-১২);
২. পদের নাম: জেটি ক্রেন অপারেটর;
পদসংখ্যা: ৬টি;
মূল বেতন: ২৩,০০০ টাকা (গ্রেড-১৪);
৩. পদের নাম: রিকেলেইমার/স্টেকার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
মূল বেতন: ২০,০০০ টাকা (গ্রেড-১৫);
৪. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ২টি;
মূল বেতন: ১৮,০০০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: টেকনিশিয়ান
(এসটিজি/বয়লার);
পদসংখ্যা: ২টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
৬. পদের নাম: ইনস্ট্রুমেন্ট মেকানিকস;
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
৭. পদের নাম: ওয়েল্ডার;
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
৮. পদের নাম: ফিটার;
পদসংখ্যা: ৪টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান/টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল);
পদসংখ্যা: ৩টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
আরও পড়ুনঃ সমন্বিত ৯ ব্যাংকে বিশাল নিয়োগ, পদ ১০১৭
১০. পদের নাম: আর্মেচার উইন্ডার;
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
১১. পদের নাম: টেকনিশিয়ান (আইসিটি);
পদসংখ্যা: ১টি;
মূল বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
১২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী/নিরাপত্তাসহায়ক;
পদসংখ্যা: ২টি;
মূল বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯);
১৩. পদের নাম: রাজমিস্ত্রী/মেসন;
পদসংখ্যা: ২টি;
মূল বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯);
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়ি ভাড়া, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, চিকিৎসা ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সিপিজিসিবিএলের অফিশিয়াল ওয়েবসাইট
Discussion about this post