শিক্ষার আলো ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১২২টি পদে প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। রবিবার (১৯ অক্টোবর) পিএসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। বার বার চেষ্টা করেও মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ফি দিতে পারছেন না বলে তারা জানিয়েছেন। গত ৩১ আগস্ট সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল সোমবার (২০ অক্টোবর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।
সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন এখানে
Discussion about this post