ক্যারিয়ার ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছে। মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদনপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে ৩০ নভেম্বর ২০২৫ বিকেল ৫টায়।
পদের বিবরণ ও যোগ্যতা—
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদের সংখ্যা: ৭
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ; সাঁটলিপিতে সর্বনিম্ন বাংলা-৪৫ শব্দ/মিনিট ও ইংরেজি-৭০ শব্দ/মিনিট; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা-২৫ শব্দ ও ইংরেজি-৩০ শব্দ/মিনিট।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের সংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা-২০ ও ইংরেজি-২০ শব্দ/মিনিট।
৩. অফিস সহায়ক (গ্রেড-২০)
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
পদের সংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান।
আরও পড়ুন-শিক্ষকতার সুযোগ দিচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
বয়স ও অন্যান্য শর্ত—
- সব পদের জন্য আবেদনকারীর বয়স ১৮-৩২ বছর
- প্রথম ও দ্বিতীয় পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি প্রয়োজন
- আবেদনপত্রে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
পরীক্ষার ধরন—
- সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
- প্রথম ও দ্বিতীয় পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
- কোনো পরীক্ষার জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।
- একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া—
অনলাইন আবেদনের জন্য http://moefcc.teletalk.com.bd লিঙ্কে ক্লিক করতে হবে। প্রার্থীকে অনলাইনে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) আপলোড করতে হবে। আবেদন ফি Teletalk SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীকে ওয়েবসাইট, মোবাইল SMS এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে পরীক্ষা ও ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন ও ফি জমা–সংক্রান্ত কোনো সমস্যায় Teletalk নম্বর ১২১ অথবা মন্ত্রণালয়ের ই-মেইল ব্যবহার করা যাবে।
















Discussion about this post