ক্যারিয়ার ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১ম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি জানা গেছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা।
এ বিষয়ে তিনি বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি।
ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানান, ২ বা ৩ জানুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আসন বিন্যাসসহ অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছি।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও একই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:চসিকে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ, পদ ৬৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি বছরের ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
এছাড়া, দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদে নিয়োগের জন্য ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপের আবেদনের সময়সীমা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ছিল। নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
















Discussion about this post