ক্যারিয়ার ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩টি বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনা যায়।
আগামী ৭ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনসহ নিয়োগসংক্রান্ত সকল শর্তাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক (গ্রেড–৩) পদে ইংরেজি ও কম্পিউটার সায়েন্স বিষয়ে একটি করে পদ, সহযোগী অধ্যাপক (গ্রেড–৪) পদে আইন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে একটি করে পদে নিয়োগ দেওয়া হবে।
প্রভাষক (গ্রেড–৯) পদে ইংরেজি, বাংলা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, রসায়ন, পদার্থ, গণিত, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, মনোবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে একটি করে এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে দুটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো-
















Discussion about this post