ক্যারিয়ার ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। একযোগে ৬১ জেলায় এ পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি এই নিয়োগ পরীক্ষা পরিচালনার নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নির্দেশিকা অনুযায়ী, প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাত ঘড়ি, বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না।
এতে বলা হয়, যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য ব্যবহৃত টয়লেটে উল্লিখিত দ্রব্যাদি যাতে না থাকে তার নিশ্চয়তা বিধান করতে হবে।
এতে আরো বলা হয়, কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষার শেষ পর্যন্ত পরীক্ষার্থীকে উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রবেশপত্রে শর্তটি সংযোজিত আছে। কক্ষ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করবেন। অধিকন্তু পরীক্ষার্থীদের কানের ভেতর ব্লুটুথ সংযুক্ত স্পাইক এয়ারফোন আছে কিনা তা টর্চ লাইট দিয়ে চেক করতে হবে।
নির্দেশিকার তথ্য মতে, লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে প্রার্থীকে আসন নিতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজাতে হবে এবং একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশ পথ বন্ধ করে তালাবদ্ধ করতে হবে। এরপর কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা কেন্দ্র হতে বের হতে দেয়া হবে না। এ সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতীত কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বা বের হতে দেয়া হবে না।















Discussion about this post