ক্যারিয়ার ডেস্ক
৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামী ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।
মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
















Discussion about this post