শিক্ষার আলো ডেস্ক
সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ডিমের দাম নিয়ে কারওয়ান বাজারে কারসাজি চলে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চার বার ডিমের হাতবদল হয় অভিযোগ করে ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি।
তিনি বলেন, শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কি?
আরও পড়ুনঃশহীদ আবু সাঈদের বড় বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয়
এদিকে দাম নিয়ে ব্যবসায়ীরা বলেছেন, ডিমের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এছাড়া, এখন বাজারে সব ধরনের শাকসবজির দাম চড়া। ফলে চাপ পড়েছে ডিমের ওপর। তবে প্রান্তিক খামারিরা অভিযোগ করেছেন, অসাধু ব্যবসায়ীরা ডিমের দাম বাড়াচ্ছে।
বর্তমানে ঢাকার বাজারে প্রতি ডজন ডিম কিনতে ১৭০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। এই দাম অনুযায়ী হালি প্রতি লাল ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ টাকায়। আর সাদা ডিম কিনতে হচ্ছে ৫৩ থেকে ৫৫ টাকায়।
লাল ডিম পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ৬০ টাকা হালিতে আর সাদা ডিম বিক্রি হচ্ছে ৫৮ টাকা হালি দরে।
ডিমের এই বাড়তি দর কমাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে ডিম আমদানি অব্যাহত রেখেছে। মঙ্গলবার নতুন করে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
 
	    	 
		    
















Discussion about this post