শিক্ষার আলো ডেস্ক
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতি গঠনের কারিগর শিক্ষক।
১। শিক্ষাব্যবস্থার জাতীয়করণ চাই, বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত সরকারীকরণ নয়।
৪। উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করতে হবে।
৫। বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্সসহ বিভিন্ন পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করাসহ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে।
৬। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা প্রদান করতে হবে। তবে এই বিধান না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার তিন মাসের মধ্যেই কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলের টাকা প্রদান করতে হবে। অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে।
আরও পড়ুন-১৫০০ প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ
৭। বেসরকারি শিক্ষকদের বদলির জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ন্যায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করতে হবে।
৮। শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন করতে হবে।
৯। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ন্যায় অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগও শিক্ষক নিয়োগের ন্যায় এনটিআরসিএ বা অন্য কোনো বিকল্প শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে করতে হবে।
১০। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষকদের ওপর অসত্য অপবাদ দিয়ে হামলা, লাঞ্ছনা, হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ করতে হবে।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন দিতে হবে।
কর্মসূচি নিচে দেয়া হলো-
১। আগামী ৭ মে সকাল ১১টায় সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
২। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বাকবিশিসের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় করা।
৩। আগামী ২৪ মে, শনিবার সকাল সাড়ে ৯টায় ‘জাতীয় প্রেস ক্লাব’, ঢাকায় শিক্ষা ও শিক্ষক আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি গোলটেবিল বৈঠক।
Discussion about this post