শিক্ষার আলো ডেস্ক
২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারকচক্র বিশ্ববিদ্যালয়টির (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে অবৈধ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নজরে আসায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)।
রবিবার (১৮ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে।
ইউজিসি আরো জানায়, ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্র কর্তৃক পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে।
Discussion about this post