মুহতারিমা রহমান
শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব উদযাপন এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে,সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে ফেমল্যাব সায়েন্স কমিউনিকেটরস প্রতিযোগিতা ২০২৫ এবং ব্র্যাক ব্যাংকের সাথে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।
ফেইমল্যাব সায়েন্স কমিউনিকেটরস প্রতিযোগিতা ২০২৫ গতকাল ২৪ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে
এবং ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা ২৫ মে ঢাকার ব্রিটিশ কাউন্সিল ফুলার রোড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এই ফ্ল্যাগশিপ অনুষ্ঠানদুটিতে জাতীয় পাঠ্যক্রম এবং ইংরেজি মাধ্যম স্কুলের সেরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই প্লাটফর্মে সম্মানিত বিচারকদের প্যানেল এবং সরাসরি দর্শকদের সামনে নিজেদের বক্তৃতা এবং বিজ্ঞানচর্চায় যোগাযোগ দক্ষতা প্রদর্শনের সুযোগ পায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান বলেন, “এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব উদযাপন করার পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করতে এবং চিন্তাশক্তির প্রসার ঘটাতে সহায়ক ভূমিকা রাখে। ফেমল্যাব এবং ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের মাঝে চিন্তাশীল নেতৃত্ব বিকাশে এবং বিশ্ব নাগরিকদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই।”
ফেইমল্যাব সায়েন্স কমিউনিকেটরস প্রতিযোগিতা ২০২৫ বিশ্বব্যাপী স্বীকৃত বিজ্ঞানচর্চায় যোগাযোগ দক্ষতা প্রদর্শনের একটি প্রতিযোগিতা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় আকর্ষণীয় ও সহজভাবে দক্ষতার সাথে উপস্থাপন করার সুযোগ ছিল এই প্রতিযোগিতায়। স্কুল হিট (heat) এবং আঞ্চলিক রাউন্ডের মাধ্যমে দশজন চূড়ান্ত প্রতিযোগীকে নির্বাচিত করা হয়, যারা জাতীয় পর্যায়ে ফাইনাল পর্বে অংশগ্রহণ করে।
চূড়ান্ত রাউন্ডের আগে, সকল অংশগ্রহণকারী যুক্তরাজ্য-ভিত্তিক বিখ্যাত বিজ্ঞান উপস্থাপক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এবং চ্যাম্পিয়ন জাগলার ডঃ কেনেথ ডগলাস ফারকুহারের নেতৃত্বে দুই দিনের একটি মাস্টারক্লাস সম্পন্ন করেন। শিক্ষার্থীরা প্রশিক্ষণে কীভাবে জটিল বৈজ্ঞানিক ধারণা সৃজনশীলতার সাথে সহজভাবে ব্যাখ্যা করা যাবে তা জানার সুযোগ পায়।
বিজ্ঞান চর্চার এ প্রতিযোগিতা ‘ফেইমল্যাব সায়েন্স কমিউনিকেটরস ২০২৫’র ফাইনালে বিজয়ী হন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের এলাইজা গ্রিন।
চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিম্নলিখিত স্কুলের প্রতিনিধিত্ব করেন: এবিসি ইন্টারন্যাশনাল স্কুল; চেরি ব্লসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (উত্তরা); গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল; গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা; কিডস ক্যাম্পাস স্কুল; প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ (দুটি দল); সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল এবং টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
ব্র্যাকের ‘আগামী’ উদ্যোগের অধীনে ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বে আয়োজিত হয় ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি ব্রিটিশ কাউন্সিলের বৃহত্তর আইইএলটিএস ব্যানারের অংশ। এর আওতায় তরুণ প্রজন্ম-কেন্দ্রিক বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে ব্রিটিশ কাউন্সিল। এই প্রতিযোগিতা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। বাংলাদেশের পাঁচটি বিভাগের মোট ৩৩টি স্কুলে প্রাথমিক, আঞ্চলিক এবং চূড়ান্ত রাউন্ড এই তিনটি পর্যায়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতাটি।
কনটেন্ট (বিষয়বস্তু), উপস্থাপনা এবং ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রতিযোগীদের (ফাইনালিস্ট) নির্বাচন করা হয়। প্রতিযোগিতাটি তরুণ শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা, নেতৃত্ব গুণাবলী এবং পাবলিক স্পিকিং দক্ষতা বিকাশে ভূমিকা রাখছে।
ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীরা হলেন — গ্রুপ-এ (নবম-দশম শ্রেণি): নেভি এ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের লাইবা মুনতাহা এবং গ্রুপ-বি (একাদশ-দ্বাদশ শ্রেণি): হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আরন নাফি।
চূড়ান্ত পর্বে অংশ নেওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে: ওয়াইডব্লুউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়; ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (তিনটি দল); ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ; নটরডেম কলেজ; খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ; খুলনা জেলা স্কুল; রেভারেন্ড পলস হাই স্কুল; সরকারি প্রমোথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়; শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ; রাজশাহী সরকারি সিটি কলেজ; জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (দুটি দল); নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ; হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ; চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ; সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল এবং টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
Discussion about this post