শিক্ষার আলো ডেস্ক
বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।বুধবার (৯ জুলাই) রাতে দুই বোর্ডের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) আগামীকাল (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ।
বন্যার কারণে এর আগে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Discussion about this post