শিক্ষার আলো ডেস্ক
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষা দিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন। পাসের হার ৭৩ দশমিক ৬৩।জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
আরও পড়ুন-এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ
এবার ছেলে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ৫৬৯ জন। পাস হার ৭১ দশমিক ০৩। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১৯১ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৩১২ জন। এর মধ্যে পাস করেছে ২৭ হাজার ১৮৮ জন। পাস হার ৮১ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন। এবার ২ হাজার ৯০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬৯৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
দুই পদ্ধতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবে।
শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে ফলাফল জানতে পারবে। বোর্ড তাদের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bteb.gov.bd/) ফলাফলের তালিকা প্রকাশ করেছে।
Discussion about this post