শিক্ষার আলো ডেস্ক
বরাবরের মতো এবারও রংপুর ক্যাডেট কলেজ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে এ কলেজের মোট ৪৫ পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই জিপিএ ৫ পেয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।
ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দেন।
আরও পড়ুন-এসএসসিতে পাসের হার ৬৮.৪৫%
কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলের অন্যতম অনুষঙ্গ।
তিনি আরও বলেন, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।
Discussion about this post