শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএড (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রি দেওয়া কলেজগুলোর শিক্ষার মান যাচাই করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ৯০টিরও বেশি বিএড কলেজের শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ, শিক্ষার মান ও অ্যাকাডেমিক কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা- এসব বিষয় নিবিড়ভাবে তদারকি করবে এ কমিটি।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। তারা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজগুলোতে নিয়মিত পাঠদান, শিক্ষক সংকট, পাঠ্যসূচি অনুসরণ হচ্ছে কি না এবং অ্যাকাডেমিক পরিবেশ পাঠদানের উপযোগী কি না, তা খতিয়ে দেখবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, বিএড ডিগ্রি প্রদানকারী অনেক প্রতিষ্ঠানে শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে সনদ অর্জন করেও অনেকে উচ্চতর স্কেল পাচ্ছেন। আবার অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে ডিগ্রি নিয়েও অনেকে স্কেল পাচ্ছেন না। বিষয়টি বৈষম্যমূলক।
তিনি আরও বলেন, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিত করতে বিএড কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন হওয়া জরুরি। কমিটি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশমালা সংশ্লিষ্ট দাখিল করবে, যার ভিত্তিতে ভবিষ্যতে বিএড কলেজগুলোর নিবন্ধন ও অনুমোদন নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএড ডিগ্রি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মান বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে শিক্ষার সংশ্লিষ্ট দপ্তরগুলো।
Discussion about this post