শিক্ষার আলো ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি এ তথ্য জানান।
এসময় আইন উপদেষ্টা বলেন, আপনাদের ৬ দফা দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। আপনাদের আশ্বাস দিচ্ছি সবগুলো দাবি পূরণ করবো।
তিনি আরো বলেন, আপনাদের সকল দাবি যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, যারা পরিস্থিতি বিশৃঙ্খল করেছে তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।
শিক্ষার্থীদের ৬টি দাবি হলো —
- দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
- আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
- ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
- নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
- বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
- বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
Discussion about this post