শিক্ষার আলো ডেস্ক
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবেও প্রসিদ্ধ।
তার ফেসবুক পেইজে দেখা যায়, গত ১ মে থেকে প্রফেসর হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি শুরু করেছেন বলে দেওয়া আছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়, ইতিহাস ও দর্শন বিভাগের ফুল টাইম প্রফেসর হিসেবে তিনি যোগ দিয়েছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৩-৮৪ সালে সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৮৫-৮৬ সালে অল্প দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। ১৯৮৬ সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে। ১৯৯৯ সালে দেশে ফিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত হন। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক হিসেবে স্থায়ী হন। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ইউল্যাবে স্থাপিত সেন্টার ফর অ্যাডভান্সড থিওরির। এ ছাড়া এশিয়ান শিল্প ও সংস্কৃতি কেন্দ্র, আহমেদ ছফা রাষ্ট্রসভাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত।
কর্মজীবনের শুরুর দিকে সলিমুল্লাহ খান আব্দুর রাজ্জাকের বিখ্যাত বক্তব্যের ওপর একটি বই লেখেন। বইটির নাম “বাংলাদেশ: স্টেট অব দ্য নেশন”। ১৯৮১ সালে বইটি প্রকাশিত হয়। আহমদ ছফা তার এই বইয়ের সমালোচনা করেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. সলিমুল্লাহ খান একজন প্রথিতযশা লেখক ও চিন্তাবিদ। সলিমুল্লাহ খানের জন্ম ও বেড়ে ওঠা কক্সবাজারে। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। স্নাতক ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে, পরে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। এখানে তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব, ১৭৯৩-১৮৭৭’। এ অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।
Discussion about this post