শিক্ষার আলো ডেস্ক
এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায়ও মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন মাদরাসাগুলোর পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে পারবে ৪০ শতাংশ শিক্ষার্থী।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অধ্যাপক ড. কামরুল আহসান গণমাধ্যমকে এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর। সেগুলো হলো- কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। এর মধ্যে কোরআর মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় এবং গণিত ও বিজ্ঞান সম্মিলিতভাবে হবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর ১০০। সব মিলিয়ে নম্বর ৫০০।
আরও পড়ুন-প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন ও নম্বর বিভাজন প্রকাশ
মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখাসমূহের শিক্ষার্থীরা। মাদরাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে। এ বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে শীঘ্রই প্রকাশ করা হবে।
Discussion about this post