শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি নাকচ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তবে জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য দাবির প্রতি প্রাথমিকভাবে একমত প্রকাশ করেছেন তিনি।এরই মধ্যে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছে সরকার।ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জানানো হয়েছে, জাতীয়করণের দাবি এ সরকার বাস্তবায়ন করতে পারবে না। তবে অন্য যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার।
বুধবার বিকেলে বৈঠক থেকে বেরিয়ে একাধিক শিক্ষক প্রতিনিধি জানান, অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
শিক্ষকরা জানান, বৈঠকে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘জাতীয়করণ একটি কঠিন বিষয়। জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তা ছাড়া শিক্ষকদের অন্য যে দাবিগুলো রয়েছে সেগুলে সরকার বিবেচনা করবে।
এ সময় শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।
সভায় বদলি নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ইতিমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে।
জানা যায়, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া কর্মচারীদেরও উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করে ৭৫ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এটি কার্যকর হবে।
এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা। বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষকরা।
Discussion about this post